ছোট্ট মেয়ে চাঁদের কণা,
জন্মিয়েছে বঙ্গভূমির দেশে।
অন্ধকার ঘরের বদ্ধ দুয়ার,
খুলে দিয়েছে নিজ হাতে।
সুবল বল দেখি কোন তারিখে,
কোন গ্রামে কোন বাড়িতে।
সত্যি করে বল তাড়াতাড়ি,
গ্রহপুঞ্জ জানার জন্য ব্যাকুল।
না না আমি বলব না,
খুঁজে লও বঙ্গভূমির কাছে।
ছোট্ট মেয়ে চাঁদের কণা,
জন্মিয়েছে বঙ্গভূমির দেশে।
পা দুখানা সোনার বাটা,
গলায় পড়েছে পুতির মালা।
শক্ত হাতে ধরেছে ঝান্ডা ,
সুবল বল দেখি কেমন করে।
জন্মিয়েছে বঙ্গোপসাগর পাড়ে,
না না আমি বলবো না ।
চাঁদের আলো বলে দিবে,
চলে যাও মধুমতির তীরে।
হাসি কানা চাঁদের আলো
সূর্যের আলো তার মুখে।
গুছিয়ে দিয়েছে যত অন্ধকার
বঙ্গে খুলিয়াছে আলোর বাজার।
সুবল জানিয়ে দাও বিশ্ব ভুমন্ডলে
না না আমি জানিনা খবর।
সত্য যদি জানতে চাও
চলো চন্দ্র সূর্য তারার দেশে।
খুঁজে দেখো হাল ধরেছে,
বঙ্গ জননীর হাত ধরে।
Post a Comment