বন্ধু স্বরূপ ব্যস্ততা
অগোছালো জীবনে
মুহূর্তের নিঃশ্বাসকে টেনেহিঁচড়ে
কল্পনার সতেজ ভূমিতে
আশা ভরা জাগানো আদেশ
বহুরূপী ব্যাকুলতাকে দুর্বোধ্য প্রলয়ে
বারে বারে গুটিয়ে দীর্ঘশ্বাস
এক পসরা শান্তির আশায়
বলবান আবহমান সাদৃশ্যে
সুখী যন্ত্রণা
চাঙ্গা হওয়া দৃষ্টির অবকাশে
বিধাতার পায়ে ঠেকায় মাথা।
Post a Comment