Header AD

বিনয় মন্ডল কবিতা || সেই পথে



যে পথ দিয়ে তুমি একদিন চলে যেতে নীল রঙ শাড়ী পড়ে। সে পথে আজও আমি বসে থাকি অপার হয়ে। যদি তুমি ফিরে আসো বার বার এবং আবার।

.

তোমার পায়ে পদদলিত ঘাসগুলো আজ পিচ ঢালাই পথ। উজানী হাঁস, শিকারী মাছরাঙা এখন আর বসে না তোমার ঘাটে। নদীটাও মরে গেছে তোমার বুকের উষ্ণতার মতো । পথের ধারে ফোটেনা সেই নীল নীল ফুল।

.

চারিদিকে শূন্যতা, কি এক অভাবী মানুষ আমি!! পথ চেয়ে থাকি যদি ফিরে আসো।

.

এখনও তোমার বুকের ক্যানভাসে আঁকিবুকি করি। লিখে রাখি ভালোবাসা। অথচ তুমি লিখ শুধুই দুঃখ।

.

আজম্ম তুমি বুকের ক্যানভাসে আঁকা পথ। আজও অপেক্ষায় থাকি সেই পথে।

Post a Comment

Post a Comment (0)

Previous Post Next Post

ads

Post ADS 1

ads

Post ADS 1