Header AD

নাহার ফরিদ খান'র কবিতা || জনগন নন্দিত শেখ হাসিনাভোরের সূর্য জানিয়েছিল আলোক বার্তায়

পাখিদের কাকলি  জানিয়েছিল স্বাগতম

বাতাসে ধ্বনিত হয়েছিল সুমধুর  জয়ধ্বনি

ইথারে ইথারে ভেসেছিল আনন্দ সংবাদ

বন- বনানীতে ফুটেছিল লীলায়িত ছন্দে ফুল

প্রকৃতির রূপশুধায় সেদিন ছিল আনন্দের ছটা

মা-বাবার হৃদয় আলোকিত করে

এসেছিল

এক কন্যা, বঙ্গবন্ধু তনয়া শেখ হাসিনা। 

জনম তোমার সার্থক,  ধন্য ধন্য এদেশ

তোমার ভালবাসায় সিক্ত জনতা 

সিক্ত স্বদেশ। 

অরুনোদয়ের সাথে রবে তোমার নাম

বাংলাদেশের মাটির প্রণয়ে রবে তোমার নাম

কালের কন্ঠে ধ্বনিত হবে তোমার নাম

ইতিহাস ধারন করবে তোমার নাম স্বমহিমায়

জনগনমন নন্দিত কন্যা শেখ হাসিনা 

বঙ্গবন্ধু তনয়া শেখ হাসিনা।

Post a Comment

Post a Comment (0)

Previous Post Next Post

ads

Post ADS 1

ads

Post ADS 1