Header AD

অলিতাজ মনি'র কবিতা || উদ্গ্রীব নির্ভরতার গুপ্ত




মনের দমন নিপীড়ন আনমনে হাসে-দ্রবীভূত প্রয়োজনে ভাসে 

খনন-আয়োজন উদার-উদ্ধার জল-তরঙ্গে তারাও পথে আসে

সংশপ্তক বোধের ব্যাকরণপুষ্ট আঘাতে নান্দনিকতার প্রখর রস

মানুষের স্বপ্নের সীমিত চাষগন্ধের চিত্রকল্পে গ্রাম-গরিমা টসটস!

মৌমাছির হতাশ্বাস-ওজন খাস-আত্মপ্রকাশে উৎসর্গের তরল

জমিনে জীবন-সীমান্তের আয়োজন-নিজস্বতা অনুক্ত অনড় সরল 

নিগূঢ় মোহাচ্ছন্নতা-মগজে মজে প্রহর-উদগ্রীব নির্ভরতার গুপ্ত 

নিড়ানি দায়বদ্ধতা-বাজে বীজে সবুজের সমর-সভ্যতা সুপ্ত...

Post a Comment

Post a Comment (0)

Previous Post Next Post

ads

Post ADS 1

ads

Post ADS 1