মুজিব আমাদের বাঙালির জাতির পিতা
তুমিই হয়ে আছো স্বর্গ
খোকা বলে ডাকতো সবাই
নাম হয়ে যায় মুজিব...
আমি বাঙ্গালী আমার আছে
গৌরবের এক ইতিহাস...!!
মুজিব আমাদের জাতির পিতা
নৌকা মোদের হাল
দিন বদলের পালা এখন
ডিজিটালের গান
উন্নয়নের জোয়ারে তাই
জাগছে নতুন প্রাণ...
সর্বকালের সর্বসেরা
এমন একটি দেশ
সেই দেশেতে সোনা ফলে
আরো আছে গ্যাস
শাপলা _ শালুক বিলে _ ঝিলে
নদী _কলকল
পাহাড় বেয়ে আসে ধেয়ে
ঝর্ণা স্বচ্ছ জল...
একাত্তরে যুদ্ধ হলো
পাকিস্তানের সাথে
বোন হারালো মা হারালো
মরে গেলো কত ছেলেরা
বড় হতে আরো বড়
হলো সে ইতিহাস
বুকের ভিতর সাহস ছিলো
স্বাধীন করবে বলে
রাজাকারের ঘাটি গুড়িয়ে দিলো
বাংলার দামাল ছেলেরা
সবার মনে জানা ছিলো
বঙ্গবন্ধুর বাণী...
এবারের সংগ্রাম মুক্তির সংগ্রাম
এবারের সংগ্রাম স্বাধীনতার সংগ্রাম
শেষ হবে না লিখতে লিখতে
আমরা সবাই জানি
বাংলাদেশের স্বপ্নগুলো
মুজিব নামেই হাসুক
সেই আলোকে শেখ হাসিনা
জাগায় জনগন
জাতির পিতার স্বপ্নটাকে
করবে সেরা ধন...
জাতির পিতার স্বপ্নটাকে
করছে আজ পণ
শেখ হাসিনার পাশে থাকবো
আমরা করবো জয়
বাঙ্গালীরা বিশ্ব সেরা
অন্য কেহ নয়...!!
বাঙ্গালী আমি আছে আমার
সংগ্রামী শেখ হাসিনা
বংলার মানুষ বুঝবে এবার
মুজিব কে ছিলো...?
সারা বাংলার সারা বছর
মুজিব বর্ষ হলো...!!
জয় বাংলা ✌ জয় বঙ্গবন্ধু
Post a Comment