সত্যের সন্ধানে
না। এখন দাঁড়াবার সময় না।
এখন কেবল হেঁটে হেঁটে এগিয়ে যাবার দিন।
এখন সময় এসেছে সাজাতে
জীবন স্বপ্ন রঙিন।
হাত ধরার যদিও নেই কেউ
যদিও এখানে নেই
সবুজের ঢেউ
যদিও ভীষণ আঁকাবাঁকা
জীবনের রেলপথ
যদিও স্থবির স্বপ্ন বুননের মাকু
মেঘের পালকি চড়ে
পার হবো একদিন সময়ের সাঁকো।
একদিন রৌদ্র ছুঁবো, একদিন নদী একদিন মেঘ ছুঁয়ে জল নেবো
ভরে নেবো কবোষ্ণ বুকের
শুকনো উদধি ।
হাওয়ার হাতে বাজনা বাজায় কালিজিরা ধানে
না । এখন আর দাঁড়াবো না।
দুর্বার এগোবো সত্যের সন্ধানে
এখন ছোঁয়াবো প্রাণ
শেখ মুজিবের প্রাণে।
আবার আসুক যুদ্ধের আহ্বান
বাতাসের বুকে পেতে রাখি কান
ঝলসে ওঠুক সেই দৃপ্ত তর্জনি আবার আবার আসুক যুদ্ধের আহ্বান
সে যুদ্ধ বাঁচার যুদ্ধ সকলের পেটে ভাত সাম্য, স্বাধীনতা, সমতার সাথে
সে যুদ্ধে আসুক নেমে তেরোশত-
নদী বেয়ে শান্তির প্রপাত ।
ফিরে আসুক তিমিরনাশী দূত
শোকাহত এ শিরায় প্রবাহিত হোক সুখালোকের দীপ্র বিচ্ছুরণ
শেখ মুজিবের মতোন আঙুল তুলে কেউ
দুঃসাহসে ডাক দিয়ে যাক পুনর্বার দুর্নীতির বিষবৃক্ষ তুলতে চলুক যুদ্ধ আমরণ।
Post a Comment