সংসারেতে অংক কতো করলে বারবার,
জীবনের ওই জটিল অংক মিলবে না তো আর।
এই জীবনের জটিল অংক মিলাবে কে এসে?
মানবজীবন পার হয়ে যায় জটিল অংক কষে।
জীবনটাতে হয়না শুধু যোগের অংক করা,
থাকবে না তো যোগের হিসাব বিয়োগ দেবে ধরা।
বাড়িয়ে গেলে গুনে গুনে সংখ্যা দিনে দিনে,
ভাগের খাতায় নাই তো কিছুই, ভাগশেষটা বিনে।
সরলটাতে গরল ভরা আর মিলবে নাকি?
বীজগনিতে বীজ বপনের নাই তো সময় বাকি।
জীবন খাতা শূণ্য পাতা নাই তো সমাধান,
সব সমাধান তারই হাতে,যার দেয়া বিধান।
Post a Comment