Header AD

সপ্তিকা চক্রবর্তী'র কবিতা || আগষ্টের কথাশোনা যায় ফজরের আযানের ধ্বনি ভোর চারটায়,

শুরু হয়ে যায় বাংলার ইতিহাসে কলঙ্কিত অধ্যায়।

ঘুম ভেঙে যায় প্রচন্ড শব্দে ঢুকে পড়ে নিষ্ঠুর ঘাতকের দল,

সাড়ে তিনশ'ঘাতকের হামলার মুখে,বাড়ির সদস্য সকল। আত্মবিশ্বাসী বঙ্গবন্ধু ভাবতেন, বাঙালি তাঁহার সন্তান,

করবেনা ক্ষতি কোনদিন তারা, পারবেনা কেড়ে নিতে প্রান।

স্বাধীনতার পরে কেটেছিল দেশের ,সাড়ে চারটি বছর,

পাষান বেদিতে রচনা হয়েছিল বঙ্গবন্ধু শায়িত কবর।

সময়ের হাত ধরে কেটে যায় দিন,আসে জাতীয় শোকের মাস,

তবু মেটে নাই দিনান্তে সেই ঘাতক মনের আশ।

আরও একবার খোলে ইতিহাসের পাতা একুশে আগস্টেতে,

চলে গিয়েছিল তাজা কতো প্রান,গ্ৰেনেড হামলাটাতে।

অঙ্গ হারিয়ে অসহায় আজও কতো অশ্রুজলেতে ভাসে,

যাদের আর্তনাদে আগষ্টের কথা বছর ঘুরেই আসে।

Post a Comment

Post a Comment (0)

Previous Post Next Post

ads

Post ADS 1

ads

Post ADS 1