৭৫ এর নৃশংসতা
৩২ নম্বর বাড়ির শোকগাঁথা
নিস্পাপ আত্মার বেদনার আর্তনাদ
বাঙালির বুকে আজো কেঁদে ফিরে।
আহ্ কি নির্মম হত্যাযজ্ঞ ঘটেছিল সেদিন
ঘৃণ্য ষড়যন্ত্রের শিকার হলে তুমি হে স্বাধীনতার মহান স্থপতি!
হিংস্র হায়েনারা ওত পেতেছিল
তোমার রক্তে রঞ্জিত হবে বলে,
বুলেটে বুলেটে ঝাঁঝরা করে দিল তোমার বুক!!
যে বুকে লালিত ছিল সোনার বাংলা গড়ার স্বপ্ন
দুঃখী মানুষের জন্য পরম ভালোবাসা।
যে সিঁড়ি তোমার পদচারনায় মুখর ছিল
সেই সিঁড়িতেই তোমার রক্তগঙ্গা বয়ে গেল!
কি ভীষণ কষ্টের নিনাদ ছিল সিঁড়িটার কে জানে?
রক্তে রাঙানো ঘাস লতা পাতা মাটির হাহাকারে বাতাস
বুঝি হয়েছিল ভারী
ভূলোক দুল্যোক কেঁপে উঠেছিল বোধহয় পৈশাচিক এই তাণ্ডবে।
যে পাষণ্ড বর্বরেরা করেছিল এই নারকীয় কাজ
তারা কি দেখেছিল তোমার সেই হাসিমাখা মুখ?
মৃত্যুকে তুমি জয় করেছিলে নরপিশাচদের অবজ্ঞা করে
যারা চেয়েছিল বিলীন করে দিতে এই বাংলার মাটি থেকে তোমাকে
নস্যাৎ হয়েছে সে নরপিশাচদের স্বপ্ন
ধুলিস্যাৎ হয়েছে তাদের গোপন লালসা।
আজো আন্দোলনে তোমারি প্রতিধ্বনি
তুমি যে বাঙালির হৃদয়ের মণি
বাঙালির শক্তির আকর
তুমি বাঙালির অবিসংবাদিত নেতা
সর্বকালের সর্বশ্রেষ্ঠ বাঙালি
চিরঞ্জীব বঙ্গবন্ধু।
Post a Comment