Header AD

শেলী সেনগুপ্তা'র কবিতা || তিনি আছে পূণ্যশ্লোকে
কোনো এক কালোদিনে-

আমরা বলতে ভুলেছিলাম

আমরা কাঁদতেও ভুলেছিলাম

আমরা পাথর হয়েছিলাম


সেদিন ছিলো না বৃষ্টির মিছিল

ছিলো না শ্লোগানের ঝড়

আমরা নিথর হয়েছিলাম


পাথর সময় সামনে রেখে 

আমাদের দিন কাটছিলো, 


একদিন, 

পাখির ঠোঁটে ভেসে এলো সুর

মৃতবৃক্ষে প্রাণ এলো

পত্র-পুষ্পে ভরলো বাগান

প্রজাপতি বাঙময় হলো

আকাশে রঙধনু,


শোকানলে পুড়তে পুড়তে 

পাখিটি বললো,

'বুলেট পারে না থামাতে

মৃত্যুঞ্জয়ী প্রাণ

পারে না থামাতে বজ্রকন্ঠ আসমুদ্র হিমাচলের

পারে না হেলাতে সেই অঙ্গুলির

বিজয় ইশারা; ...


বুকের ভেতর লুকানো নদী বলে দিলো-

এখনো আছেন তিনি রক্তস্রোতের নিত্যপ্রবাহে

আছেন মানসলোকের পূণ্যশ্লোকে,

যাকে চিনি জাতির পিতা বলে..

Post a Comment

Post a Comment (0)

Previous Post Next Post

ads

Post ADS 1

ads

Post ADS 1