Header AD

বিনয় মন্ডল কবিতা || জাতির পিতা


জন্ম ভূমি টুঙ্গি পাড়া

মাতৃভূমি বাংলাদেশ

সেই দেশেতে জন্ম


নিলো

সোনার ছেলে শেখ মুজিব।

.

ধূলা মাটি কাঁদা মেখে

বড় হলো এই দেশেতে

অস্ত্র নিলো যুদ্ধ হলো

আনলো স্বাধীনতা

আজও সে মরেও অমর

বঙ্গবন্ধু জাতির পিতা

সবার মহান নেতা।

.

হাজার বছর পরও এমন নেতা

জম্মাবে না আর-

বঙ্গবন্ধু শ্রদ্ধা তোমায়

কুর্নিশ করি বারংবার।

Post a Comment

Post a Comment (0)

Previous Post Next Post

ads

Post ADS 1

ads

Post ADS 1