কে বলেছে তুমি নেই - তুমি আছো
পদ্মা মেঘনা যমুনা মধুমতির
প্রবাহমান উচ্ছ্বল তরঙ্গে তরঙ্গে
দিগন্ত জুড়ে ফসলের মাঠে
কৃষক শ্রমিক মেহনতি মানুষের
ঘামঝরা হাসিতে
তুমি আছো প্রতিবাদী জনতার
মিছিলে মিছিলে,
তুমি আছো শোষন আর স্বৈরাচারের বিরুদ্ধে জাগ্রত জনতার মহাসমুদ্রে।
তুমি আছো--
লাল সবুজের পতাকা জুড়ে
এই বাংলায় নবজাতকের
স্বাধীন চিৎকারে-আছো
এ দেশ হতে সারা বিশ্বে।
Post a Comment