লেখক তিনি সিরাজুল ফরিদ শান্ত স্বভাব নিরহংকার,
শতেক বছর পূর্ণ হতে বাকি বিশটি বছর শুধু যে তার।
সিরাজগঞ্জের পাকুন্দিয়ায় জন্মেছিলেন তিনি,
আপনজনে পরিবৃত আজ মায়াময় ঘরখানি।
কর্মজীবনে পদচারণায় সফলতায় ভূষিত পুরস্কারে,
শিশুকিশোর সংগঠন সম্পাদক পদে দায়িত্ব যে খেলাঘরে।
কতো যে সন্মাননা সম্পাদনা পএিকার পাতা জুড়ে,
পেয়েছেন স্মারক সম্মাননা নিজ যোগ্যতার আশা নীড়ে।
পহেলা অক্টোবর তেতাল্লিশে জন্মের পরে পথ পাড়ি দিয়ে দিয়ে শেষে,
শান্তি কল্যান দেশাত্মবোধের চেতনায় দুর্বার অগ্নিপথ ঘুরে আজ দুহাজারই বাইশে।
,,এ লাশ আমরা রাখব কোথায়,, আটাওরে প্রকাশিত সংকলনে তার,
আজও কথা কয় বাক্যটি তার দুঃসময় ভরা করোনার।
ছড়া গুচ্ছ কাব্য কবিতার লেখা গুলো স্বর্ণোজ্জ্বলে আজও তার মন ডাকে,
কখন যে সময়ের ঘড়ি ঘুড়িয়ে দিয়েছে কাটা লেখনীর কোন ফাঁকে।
দিয়েছে যে কবি হৃদয়ের সবই ছন্দ ভাষা কবিতার টানে,
তব দোয়া চায় জীবন পথে আছে যতো লেখনী লেখকের প্রানে।
হয়তোবা নাই দেহে শক্তি যে আর নাই স্পষ্ট শব্দ কর্ণ গভীরে,
বিরামহীন লেখনী তবু আজও তার স্বপ্নময় কবিতার ছন্দ শিখরে।
নয়তো শুধু শত বছর, সময়ে সময় হয়ে যাক পাড়,
ছড়িয়ে যাক আলোর ছটা করো দোয়া করো ওহে ছড়াকার।
Post a Comment