Header AD

তোমার রক্তে ভেজা বাংলার মাটি হে পিতা আজও কাদে বাঙালি জাতি" শীর্ষক ১৫ আগস্ট জাতীয় শোক দিবস উপলক্ষে আলোচনা সভা ও কবিতা পাঠ


তোমার রক্তে ভেজা বাংলার মাটি 

হে পিতা আজও কাদে বাঙালি জাতি" শীর্ষক 

১৫ আগস্ট জাতীয় শোক দিবস উপলক্ষে  

আলোচনা সভা ও কবিতা পাঠ অনুষ্ঠিত হয়,


উক্ত অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন মাননীয় বিচারপতি এস এম মজিবর রহমান (সুপ্রিম কোর্ট),

বিশেষ অতিথি ছিলেন প্রফেসর ডঃ অধীর চন্দ্র সরকার (তেজগাঁও কলেজ ), এডভোকেট লুৎফুল আহসান বাবু (প্রিন্সিপাল ফাতেমা 'ল' কলেজ ),

ডঃ গোলাম মোস্তফা সহ অন্যান্য  সুধীজন ৷ অনুষ্ঠানে সভাপতিত্ব করেন বিশিষ্ট সমাজকর্মী ও লেখক প্রসপারিনা সরকার ৷ 

অনুষ্ঠানে সঞ্চালনা করে ম্যাপ কালচারাল একাডেমি আবৃত্তি বিভাগের নিশাত জাহান লাবণ্য ও ম্যাহজাবিন জামান জারা  ৷ অনুষ্ঠানে শুভেচ্ছা বক্তব্য রাখেন ম্যাপ এর সাংগঠনিক সম্পাদক কার্তিক সাহা ৷ অনুষ্ঠানে আলোচনা পর্ব শেষে জাতির জনক বঙ্গবন্ধুকে নিয়ে  প্রসপারিনা সরকারের লেখা দলীয় গান  "বঙ্গবন্ধু শ্রেষ্ঠ রুপকার " গান পরিবেশন এবং বঙ্গবন্ধু বিভিন্ন কবিতা কবিতা পাঠের মধ্য দিয়ে অনুষ্ঠান সমাপ্ত হয় ৷

আয়োজনে - ম্যাপ কালচারাল একাডেমি ৷ স্হান-কবিতা ক্যফে ,কাটাবন, ঢাকা ৷


ছবি -ফাতিমা জামান ৷

Post a Comment

Post a Comment (0)

Previous Post Next Post

ads

Post ADS 1

ads

Post ADS 1