Header AD

শেলী সেনগুপ্তা'র কবিতা ||যাঁকে খুঁজি জলফড়িংয়ের উল্লাসে



তিনি ডাকলেই পায়ের কাছে 

লুটিয়ে পড়তো সাগর

অঙ্গুলি ইশারায় আগুনের নদী

খরস্রোতা বয়ে যেতো,


কন্ঠে ছিলো বজ্রধ্বনি

হাতের মুঠোই সূর্য

পতাকার বুকে আঁকা,


তাঁকে  খুঁজিনি  শোকবার্তায়

খুঁজিনি ভাষণে, খোঁজা হবে না মহকাব্যিক কান্নায়ও,


তিনি তো আছেন

খেটে খাওয়া মানুষের মাটি গন্ধী হাসিতে,


তিনিই আছেন

ছাপান্ন হাজার বর্গমাইল মানুষের মানচিত্রে, 


মানুষের সেতুতে যাঁর নিত্য আসা যাওয়া

তাঁর জন্য শোক নয়,


আজ যার জন্মদিন- 

ভালোবেসে 

তাঁকে রেখেছি স্মরণের সরণীতে

আপন ধরণীর জলফড়িং উল্লাসে...

Post a Comment

Post a Comment (0)

Previous Post Next Post

ads

Post ADS 1

ads

Post ADS 1