Header AD

গোবিন্দলাল সরকার কবিতা ||জয়বাংলা বোল





হায়, ধানমন্ডির এই বাড়িটি রক্তে গেছে ভিজে

অকাতরে প্রাণটি দিলেন বীর বাঙালি নিজে


দিকে দিকে রক্তগঙ্গা মন-দহনে বয়

পঁচাত্তরে কালোরাত্রির কেনইবা অভ্যুদয়!


এদেশীয় দোসর যত নতুন করে নাচল

জাতির পিতার অনেক অাশায় হঠাৎই বাদ সাজল


শোক করিনা শক্তি ধরি শোনরে অসুর সব

রক্তবীজের রক্ত পিষে ভাঙবো পরাভব

 

শিরায় শিরায় পিতার রক্ত বহন করেই চলি

হাসতে খেলতে স্বপ্ন মেলতে জয়বাংলা বোল বলি।

Post a Comment

Post a Comment (0)

Previous Post Next Post

ads

Post ADS 1

ads

Post ADS 1