মহামরনের একি খেলায় হচ্ছে লয় প্রলয়,
হবে কার পরাজয় কার বা হবে শেষ জয়?
শুধু মেনে চলা নিয়মের সূত্রগুলি বাঁচিবার তরে,
করবেনা ভয় মানবজাতি বিপর্যয়ের এই ঝড়ে।
বনের বাঘেরই হুংকার শুধু,মনের বাঘেতে খায়,
আতংক যতো ছুঁড়ে দিয়ে বলো,এ প্রান বাঁচিতে চায়।
বুলেটে ভরা গুলির সন্মুখে হাসি মুখে বক্ষ যার,
যুদ্ধজয়ী বাঙালি জাতি পায়নাতো ভয় আর।
মরনব্যাধি করোনার শোক যায়নি তো আজও ভোলা,
ডেঙ্গু প্রকোপে আঘাত হেনেছে ,আবারও মৃত্যুর খেলা ।
জন্মিলেই মরিতে হবে আজ নয় কাল একদিন,
অজানা একোন মরন খেলায় ভীতু প্রান নিশিদিন।
সামান্য বিষয় তবু কতো হয়, মানবের মাঝে হতাহত,
সৃষ্টির খেলা ভয়ংকর কতো, মানবজাতি বুঝেনাতো।
মিথ্যা হিংসা অহংকার পাপ চূর্ন করি যাহা পিছু,
সবার উপরে মানুষ সত্য, আগে পরে নাই কিছু।
Post a Comment