এমন কোনো স্বপ্ন দেখোনা যা ,পূরন নাহি হয়,
এমন কোনো কথা বলো না যা ,অন্যের পছন্দ নয়।
এমন কোনো দৃশ্য দেখোনা যা ,ভয়ের সৃষ্টি করে,
এমন কোনো কথা দিওনা যা ,রাখতে কষ্ট পরে।
এমন কোনো ছবি এঁকোনা যা ,দুঃখ জাগায় মনে,
এমন কোনো কথা ভেবো না ,যা বেদনার বীজ বোনে।
এমন কোনো ক্ষতি করোনা,যা বিবেককে দেয় নাড়া,
এমন কিছু নষ্ট করোনা,যা বদলায় জীবন ধারা।
এমন কোনো শব্দ লিখো না ,যা মানুষকে বিব্রত করে,
এমন কোনো কষ্ট পেয়োনা,যা কাঁদায় মনের ঘরে।
এমন কোনো কথা লিখো না,যা তোমার জানার বাইরে,
এমন কিছু সৃষ্টি করোনা,যা অন্যের অগোচরে।
এমন কোনো ভাষা বলোনা, যা নিজ সংস্কৃতি ছেড়ে,
এমন কোনো তর্ক করোনা, যা স্বাধীনতা নষ্ট করে।
এমন কোনো কাজ করোনা, নিজের সুনাম ক্ষুন্ন হয়,
এমন কোনো আশা করোনা,যার শুরুতেই পরাজয়।
এমন কোনো মিথ্যা বলো না,যা জীবন নষ্ট করে,
এমন কোনো সত্য বলোনা, যা লজ্জা দেয় অন্যেরে।
Post a Comment