Header AD

ফারুক প্রধান'র কবিতা || বঙ্গমাতা




তোমার পরশ পেয়ে আজ ধন্য হলো দেশ

জন্ম তোমার ধন্য ধন্য সোনার বাংলাদেশ। 

আছ তুমি জগত জুড়ে বাংলা মায়ের কোলে 

এই দেশেতে বঙ্গমাতার লক্ষ সোনা দোলে।

সেই ছেলেটি যুদ্ধ জয়ের একাত্তরের সেনা

ডাক দিয়ে যায় মুক্তিযুদ্ধ লক্ষ প্রাণে কেনা।

দেশ স্বাধীনের পরেই তাদের হত্যা করলো কারা

চিনতে যেন হয়নি দেরি ঘাতক দাললরা।

কিশের নেশায় বঙ্গমাতার বুকের পাঁজর ঝাঁজরা করলি

বুঝলিনারে জংলী সেনা বিশ্ব মাতার কোল করলি খালি।

কাঁদবি সেদিন জল গড়িয়ে ভিজবে কমল আঁখি 

সেদিন তোদের টনক নড়বে মায়ের আঁচল রাখি।

Post a Comment

Post a Comment (0)

Previous Post Next Post

ads

Post ADS 1

ads

Post ADS 1