Home এম.আর.মনজু'র কবিতা || দীর্ঘশ্বাস byকবিয়াল -August 17, 2023 0 শোকের মাসের প্রথম দিনে খবর আছে খবর বঙ্গবন্ধুর হত্যাকারীর হবেই ফাঁসী-যবর।খুনীকে দেশে আনতে হবে ফাঁসীর দড়িতে বাধতে হবে পিতার খুনের বদলা হবেতবেই জাতি শান্ত হবে। শোকের মাসের প্রথম দিনে সকল খুনী নেবো চিনে,আগষ্ট জাতির শোকের মাসসকল খুনী করবো নাশ।
Post a Comment