Header AD

নাজমা বেগম নাজু'র কবিতা ||জাতির পিতা তোমার জন্য


আমার ছোট্ট মেয়ে, স্বদেশ, সন্তান

অতটুকু বুকে কি করে রেখেছ 

সাত সাগর সম  দুঃখের ভার

কি করে সয়ে গেলে বাবা? 

সয়ে যাচ্ছ--?

একটা নিষ্পাপ মেয়ে তুমি 

সারল্যে সৌন্দর্যে তুলনাহীনা।

আমার মিষ্টি স্বদেশ  --

এমন কিছু নেই

আজো পাইনি খুঁজে

যা দিয়ে বাবা হারানোর

 সান্তনা দিতে পারি

সে দুঃসাহসও করি না।

আমার সন্তান স্বদেশ  

আমার মা - বাবা আমার 

কি করে সইছ আজো

পাঁজর ভাংগা এই 

দুঃখ পাথরের ভার?

Post a Comment

Post a Comment (0)

Previous Post Next Post

ads

Post ADS 1

ads

Post ADS 1