Header AD

সপ্তিকা চক্রবর্তীর কবিতা || প্রয়াত লেখকদের স্মরণে



বিদায়ের খাতা

হারিয়ে যে গেল কতো চেনা মুখ দূরে আজ কতো দূরে,

যায়না তো দেখা সেই হাসি আর হাজার লোকের ভীড়ে।

চোখ দুটি আর পরেনা তো চোখে যায়না তো শোনা কথা,

বিদায়ের শেষে পড়ে থাকে শুধু স্মৃতি ঘেরা ক্ষন হেথা।

বাজেনা তো আর টেলিফোনে সেই বাঁধা সংখ্যায় রিংটোন,

হবেনা তো আর সুখে দুখে খোঁজে,হাই হ্যালো আলাপন।

পড়ে আছে কবিতা গল্প যতো কথা, একদিন ছিল তব প্রান,

বাকহীন স্তব্ধতা থমকে গেছে খাতা, কন্ঠে মাধুর্যতার টান।

আজও তব বানী সবটুকু লেখাখানি হ্নদয় গভীর প্রানে,

হয়তো শূন্য আসনে তবুও লেখক স্বরনে,লেখা অম্লান জাগরণে।

কাঁদবে যতো মন গভীরে সারাক্ষণ আর তো না হবে দেখা,

আজ জীবনেরই বাঁকে ওপারের ডাকে,বিদায়ের খাতা লেখা।

Post a Comment

Post a Comment (0)

Previous Post Next Post

ads

Post ADS 1

ads

Post ADS 1