Header AD

সপ্তিকা চক্রবর্তী'র কবিতা || যুগের আবর্তনে



রঙিন রঙের দিন এসেছে যুগের আবর্তনে,

রংধনু আজ মানব মাঝে নাই সে গগন কোনে।

ঔষধের নামে ঘাস লতাপাতা নাই তো আয়ুর্বেদিক,

রঙিন পাতায় সাজানো অধিক মূল্যবান এন্টিবায়োটিক।

নাই তো সেই তিন পুরুষের একান্নবর্তী যৌথ পরিবার,

জীবনের অংকে ভাগের খাতায় একান্ত নিজেরই সংসার।

জনপ্রিয়তার শীর্ষে নাই আর গাঁয়ের নকশিকাঁথা,

কন্ঠে দোলে না ভালবাসার মালা, বকুল ফুলেতে গাঁথা।

মাটির গন্ধে, মুক্ত হাওয়ায় ,নাই তো সেদিনের প্রান,

সেই দয়া মায়া সুদৃষ্টি নাই, নাই তো হ্নদয়ের টান।

মুখের কথায় লেনদেন আর হয়না সেদিনের মতো,

বন্ধুত্বের সেই ভাব আর নাই মুছে দিতে সব ক্ষত।

আজ আর নাই সাদা কালো রঙে টোকিসিনেমার দিন,

প্রতি গৃহে নাই একাত্বতার ছবি, আনন্দ সীমাহীন।

পাওয়ার দাবিতে বাঁধা ছিল নাতো সম্পর্কের মানে,

থাকতোনা সেথা প্রচারের রেশ দয়ায়,ত্যাগে, দানে ।

সেদিনের মতো মন কারো আজ অল্পতে খুশি নয়,

মহামারী রোগে মিলবে না আর ,মানুষের পরিচয় ।

জারি সারি আর ভাটিয়ালি গেছে মাঝ দরিয়া ছাড়ি ,

চাঁদের আলোয় নাই তো উঠানে জোনাকির দলে সারি।

অর্থের জোড়ে হয়নিতো নত সত্যের বানী বলা,

সরল পোশাকে সাদাসিধে ছিল একত্রে পথ চলা।

লোভের কাছে বিষাক্ত ছিল না খাবারে মরন বাঁধা,

দুই রূপ নিয়ে মুখ ও মুখোশে ছিল না গোলক ধাঁধা।

গুণীজনের গুনের কদরে ছিল না বিদ্বেষের মনোভাব,

অন্যের পদোন্নতিতে ছিল না চেয়ার কাড়ার, বিচিত্র স্বভাব।

ছিল না মিথ্যা,হিংসা আর অজস্র অভিশাপ,

সুখে দুখে ছিল একে অন্যের,ব্যাথা আর অনুতাপ।

Post a Comment

Post a Comment (0)

Previous Post Next Post

ads

Post ADS 1

ads

Post ADS 1