প্রতিটি বাঙালি কাঁদছে আজও আগষ্ট শোকাবহ,
সতেরটি প্রান যে ঘুমায় শেখ মুজিবুর সহ।
কালো রঙের জড়িয়ে চাদড় এইতো শোকের মাস,
আজও যেন বলছে কথা রক্তে ভেজা লাশ।
আকাশটা আজ থমকে গেছে শোকের বর্ন পাতা,
স্বরনেতে তার রাত হলো ভোর অন্তহীন নিরবতা।
দেশরত্নের শ্রদ্ধাঞ্জলি সাথে,অগোনা অশ্রুফোটা,
ঘুমিয়েছে কতো স্বজনের প্রান নিদারুণ দুঃখ কাঁটা।
যায় কিগো ভোলা চলে গেছে যার খুশি ভরা পরিবার,
কেটে গেছে কতো বছরে বছর তবু সীমাহীন হাহাকার।
দেশ জনতার স্বপ্ন যিনি বুকেতেই আঁকড়ে ধরে,
ঘুমিয়ে কেন তার দেহ আজ,মাটির ওই কবরে।
বাঙালি স্বরনে অম্লান বঙ্গবন্ধু,ব্যাথার হবে না শেষ,
ত্যাগের মূল্যে যার অর্জিত স্বাধীনতা,স্বাধীন বাংলাদেশ।
Post a Comment