Header AD

শাহানা জেসমিন এর কবিতা || তোমায় চাই




তোমার হাতে হাত রেখে পথ চলতে চাই 

হাত ছেড়ো না হৃদয় পুড়বে যন্ত্রণায়

দগ্ধ হৃদয় ছটফটিয়ে বলবে কথা

 তুমি বীনে জীবন আমার শুষ্ক পাতা 


হাতের মুঠোয় হাতটি ধরো সহজে

 যেমন করে কাপটি ধরো চা খেতে

একটুখানি ফসকে গেলেই ভাঙবে কাপ

বদনজুড়ে  ভাসবে তখন দুঃখের ছাপ


হাতের মুঠোয় হাতটি নিয়ে চললে রোজ

হৃদয় রাজ্যে মেঘ সরিয়ে উঠবে রোদ

স্নিগ্ধ রোদে হাসবে যখন মলিন  মুখ

সুখ সাগরে ভাসবে তখন জন্মভূমির বুক

তাই হাতের উপর হাত রেখে বাঁধবো  ঘর

 ভালোবাসার কাব্য গড়ে হব অমর ।

Post a Comment

Post a Comment (0)

Previous Post Next Post

ads

Post ADS 1

ads

Post ADS 1