Header AD

অলিতাজ মনি'র কবিতা || মুক্তিশক্তি মুজিব- শহিদের সজীব
শিল্পীর সাধনে তুলির আসমানে যেমন ইচ্ছের মেঘ ভাসে-

মুক্তিশক্তি মুজিব শহিদের সজীব- বাঙালির জীবনে বাঁচার ভুবনে আসে-

জননীর কোল আলো করে কেমনে- কন্দরে শিশু হাসে

নিশির শিশির উজ্জ্বল টলমল- প্রভাতের নির্মল ঘাসে

অবরুদ্ধ রুখে অন্তর কোখে- আত্মতৃপ্তির ব্যাপ্তির মাসে

মুক্তিশক্তি মুজিব শহিদের সজীব- বাঙালির জীবনে বাঁচার ভুবনে আসে-

হৃদয়াকাশ উদাস উদার- অতল কোলাহল উল্লাসে

বিহঙ্গম সদন- স্বপ্নের স্বজন- শোষকের অসম ত্রাসে

সমৃদ্ধ স্মৃতির সাধনে বাঁধনে- সৎসাহসের সিক্ত শ্বাসে

মুক্তিশক্তি মুজিব শহিদের সজীব- বাঙালির জীবনে বাঁচার ভুবনে আসে-

অজানায় দহে দায় ঘর অমর সমর- প্রহর মর্মর গ্রাসে

মুক্তিশক্তি মনোবল-মুজিবফসল- প্রাণবন্ত পরম প্রয়াসে

মুক্তিশক্তি মুজিব শহিদের সজীব- বাঙালির জীবনে বাঁচার ভুবনে আসে-

Post a Comment

Post a Comment (0)

Previous Post Next Post

ads

Post ADS 1

ads

Post ADS 1