Header AD

সপ্তিকা চক্রবর্তী'র কবিতা || গাঁয়ের বাড়ি



ভুলতে কি পারি গাঁয়ে সেই বাড়ি আঙিনাটা যেইখানে,

সেই তো সীমানা অন্তিম ঠিকানা জীবনেরই অবসানে।

কতো স্মৃতি কথা মিশে আছে সেথা জন্ম লগ্ন পরে,

সন্মুখে উঠান সস্তির এক বাগান বসত ভিটা ঘিরে।

হাতছানি দিয়ে ডাকে যে সাদরে সেই সে ছেলেবেলা,

গাঁয়ে সেই বাড়ি উল্লাস ভারি খুশি ভরা নাগরদোলা।

পুকুরের মাছ রাস্তার পাশ দুরন্ত উদ্যমে পথচলা,

বাবার আদর মায়ের শাসন সহপাঠী সাথে পাঠশালা।

পুরোনো দিনেরই কথা হ্নদয়ের ফ্রেমে গাঁথা পাড়ি দিয়ে পথ কতো,

অনেকটা খুঁজে যার যায়না তো পাওয়া আর ,সময়টা হয়েছে গত।

হাঁটাহাঁটি পায়ে ছুটিয়া বেড়ায়ে স্বজনের হাতে হাতে,

পেশাটার টানে দূরদেশ পানে আজ এই সময়টাতে।

অতীতে ফেলে আসা সেই ভালবাসা স্মৃতির পাতাতেই ভাসে,

অবসর ক্ষনে পড়ে যায় মনে একাকী সে ভাবনায় আসে।

শেষের সময়ে এসে শান্তির নিঃশ্বাসে জীবনের অন্তিম ক্ষনে,

থাকেনা চাওয়ার বাকী যে কদিন বেঁচে থাকি পাশে থাক আপনজনে।

প্রান পাখিটায় যদি চলে যায় ঠিকানা হোক না গাঁয়,

মনে এই আশা হবে নিজ বাসা সবাই ঘুমিয়ে যেথায়।

Post a Comment

Post a Comment (0)

Previous Post Next Post

ads

Post ADS 1

ads

Post ADS 1