রোজ বিকেলে তুমি রাজধানীতে আসো
সারাদেশের কোথাও কোথাও
যখনতখন সংসর্গী হয় অনেকেই
অপেক্ষায় থাকি কেবল আমি
শেষ বিকেল অথবা কোন এক সন্ধ্যের জন্য
উষসী রাত নিশীথেও প্রতীক্ষায় থাকি
তুমি আসবে- দেখা হবে আমার সাথে
যারা তোমায় দেখে!
যাদের দিয়ে দেখা হয়!
তারা কী গান শোনায়? শোনায় কবিতা।
তোমায় নিয়ে লেখে কোন স্মৃতিকথা?
ছড়া পদ্য কোন সাহিত্য?
লেখে কী ছন্দ ছাড়া প্রবন্ধ? সুর ছাড়া গীতি?
শোনায় কী মোহাম্মদের গজল
শেক্সপিয়রের জীবনকথা
জীবনানন্দের বনলতা? শোনায় তোমায়-
নজরুলের সংকল্প?
রবী ঠাকুরের গীতাঞ্জলি?
নিশীথে যখন ভিজিয়ে দিয়ে
সকল দেনার শোধ জানালে
ভেজা পায়ে চিমটি কেটে
উপলব্ধি বিশ্বাসে জাগ্রত করি
বৃষ্টি তুমি কেমন করে এলে আমার ঘরে
ভিজিয়ে দিলে দু'পা আর অথই অন্তরে
এমনি করে তুমি আমি দুজন যখনতখন
ভালবেসে বৃষ্টি হবো ভিজবো ক্ষণে ক্ষণ।
Post a Comment