ছিল মাগো তোমার হাতে সাজানো সংসার,
দিনে রাতে কাজের মাঝে করতে সময় পাড়।
সব আবদার পূরণ করে রাখতে সবার মন ,
বুঝতে নাতো দিন পেরিয়ে সন্ধ্যা হয় কখন।
জীবন থেকে কেটেছে মা অনেকটা সময়,
তোমার কথা এখন মাগো,অনেক মনে হয়।
তোমার মায়া আঁচল ছায়া খুঁজে পাওয়া ভার,
সন্তানেরে কাঁদিয়ে গেলে নাই তুমি নাই আর।
আমারও যে সংসার আছে পরিজনে ঘিরে,
কোথায় যেন শূন্যতা মা,মনতো নাহি ভরে।
তোমার মতো আদর কেহ দেয়না পৃথিবীতে,
অসুস্থতায় খাবার মুখে,দেয়না নিজের হাতে।
বারবার কেউ বুঝায় নাতো কাজেতে ভুল হলে,
রাত জেগে কেউ থাকেনা তো বাইরে কোথাও গেলে।
তোমায় দেখে শেখা মাগো ধৈর্য্য ত্যাগের ফল,
সফলতার আজকে চাবি, কর্মেতেই সকল।
কেন যে মা যায়গো চলে সন্তানেরে ফেলে,
মিলবে কি আর মায়ের মতো ,আর কোথাও গেলে ?
Post a Comment