প্রভু আমি পাপী বান্দা
আমায় করো ক্ষমা
বুকের ভেতর আছে শুধু
এক সাগর অনুতাপের কান্না জমা।
ডাকার মতো ডাকতে পারিনি
পাঁচ ওয়াক্ত নামাজে
তবু প্রভু আমায় রেখেছ
ভালোবাসার সাগরে।
খেতে দিচ্ছ পরতে দিচ্ছ
রাজার হালে বাঁচতে দিচ্ছ
সোহাগে আর যতনে।
দয়ার ভাণ্ডার প্রভু তুমি
তোমার দয়ার সীমা নাই
দুনিয়ার মোহে পড়ে আমি
যেন তোমায় ভুলে না যাই
আমার মাথানত হোক কেবল
তোমার প্রার্থনায়।
Post a Comment