Header AD

আহমেদ সজীব'র কবিতা || দিনান্তের আলো

 দিনান্তের আলোয় 

স্বপ্ন বিলাসে দেখি অবসাদের আনাগোনা, 

শ্রান্তির খোঁজে তাই হাতড়াই অবিরাম 

মেলেনি তবুও কোন নিশানা! 

হৃদয় কলেবরে জাগে সতত 

স্বদেশী নিঃশ্বাস, 

স্বার্থক হাসিতে তাই করি যেন আলিংগন 

অনন্ত অবসান। 

জানি সবে স্বতসিদ্ধ সত্য

সব কোলাহল ছেড়ে পাড়ি দেব ওপারে, 

অন্য কোন অচেনা- অজানা ঘাটে,

একে একে গড়ে তোলা সবার সুরম্য সব জগৎ, 

বড় অসহায় দিন শেষে সব বড়ই একাকী। 

তারার আলোয় আর জেগে থাকা যায় না,

নীলাকাশ আজ  নীলিমাহীন কষ্টের চিৎকারে।

পড়ন্ত বেলায় দেখি প্রযুক্তির বিপ্লবে

সভ্যতা আজ রক্তাক্ত দ্বন্দ্বের সংঘাতে!!!

অতঃপর, 

দিনভর জীবীকার সন্ধান শেষে ব্যামো সব

জাপ্টে ধরেছে বিদায়ের বেদনায়,,,


Post a Comment

Post a Comment (0)

Previous Post Next Post

ads

Post ADS 1

ads

Post ADS 1