এইতো বাংলাদেশ জন্মের ঋণ ছিল তার নিকট
সে ঋণের দায় শোধ করে
তিনি গেলেন, না অকালেই তাকে পাঠানো হলো পরপারে
ঘাতকের বুলেট কেড়ে নিয়েছিল তার প্রাণ
তিনি বাংলার অম্লান জননী
শেখ ফজিলাতুন্নেছা মুজিব তাঁর নাম
ছিলেন সতর্ক কারণ জানতেন
চোখে চোখে রাখতে হবে শেখ মুজিবকে
তিনিতো বঙ্গবন্ধু এবং জাতির পিতা
সাত মার্চ একাত্তর যেমন জাতি তাকিয়ে ছিল তার পানে
স্বাধীনতার পরেও অর্থনৈতিক মুক্তির লড়াইয়ে
জিততে হবে মুজিবকে
তাই তাঁকে বাঁচানোর দায় ছিল তাঁর কাঁধে
কয়েকদিন আগেও হাস্যোজ্জ্বল ছিলেন তিনি
বাঙালি সংস্কৃতির নতুন সূতিকাগার
কতো মানুষের আশা আকাঙ্ক্ষার স্থল
মিশতেন তিনি মাটির সঙ্গেও
তবুও তাকে একাকী করে দিল ঘাতক বুলেট
তার হৃদয়ে বারুদ পোড়ার গন্ধ
কাছের মানুষজনের রক্তের উত্তাপে
চোখের জলে ভিজে আছে উতপ্ত আগুন পর্যন্ত
তবুও জীবন থেকে চলে যাওয়া নয়
মানে নয় থেমে যাওয়া
বরং বাঙালির হৃদয়ে বেঁচে থাকা আর
উন্নয়নের সঙ্গে সঙ্গে এগিয়ে চলার নাম
শেখ ফজিলাতুন্নেছা মুজিব...
Post a Comment