প্রতিদিন হাজারো ঘটনার জন্ম দেয় পৃথিবী
স্বাভাবিক অস্বাভাবিক পরিসংখ্যানের বাইরেও
মৃত্যু অমোঘ বিধানে ঘটে যাওয়া
একটি স্বাভাবিক প্রক্রিয়া
জনসংখ্যা বাড়া-কমার সুচকের একটি
ঐশ্বরিক শক্তির হাতেই তার লাটাই
ইতিহাস নয় সর্বশেষ সত্য
প্রক্রিয়ার বাইরে মৃত্যুর নাম অপমৃত্যু খুন
ইতিবৃত্তে বর্ণিত ইতিহাস সাক্ষ্য দেয়
খুনের আমীর সবচেয়ে কাছের সহচর
বন্ধু বা সেহেলীর হাত ধরেই
বাংলার পঞ্জিকার পাতায়
আগস্ট একটি শোকগাঁথা মাস
পনেরো একটি শোকদিবস
খন্দকার মোস্তাক একটি সহচর অন্তরতম
খাবারের প্রথম টেস্টার সুখ-দুঃখের ভাগীদার
বন্ধুুুর গোটা জীবনের স্বাদ খেতে গিয়ে
খেলে বিশ্বাস তুলে নিলে ঘাতকের পরিচয়
হায়রে- ভবের চরম অভাগা মোস্তাক
মৃত্যু কখনো থামাতে পারে না ইতিহাস
যেমন থামাতে পারেনি বাংলার পতাকা
ইতিহাস বঙ্গবন্ধুর।
একটি উচ্চপ্রযুক্তি বিজ্ঞান কখনো বিলীন হয় না
গবেষণায় পরিণত হয়
বঙ্গবন্ধু একটি বিজ্ঞান একটি বাংলাদেশ।
Post a Comment