বাংলার ঈশান কোনে আঁধার ঘোচাতে
পূর্ব আকাশে উদিত জোতিষ্মান আলো
অন্যায় দুঃশাসনের অশনি দাপটে
বাংলা ভূখন্ডে হয় তাঁর জন্ম।
দেশ ও দেশের মানুষের জন্য
সংগ্রাম আন্দোলনে জাগ্রত , উজ্জীবিত
কৈশোর ,যৌবনকে করে উৎসর্গ ৷
আকাশের মত উদার চিত্ত।
পৃথিবীর মহিমান্বিত কালজয়ী পুরুষ
শোষিত বঞ্চিতদের মুক্তির দুত
দুর্জয়ে ন্যায়ের বিরল বীরত্বে
দেখে অবাক হয় গোটা বিশ্ব।
সারা বিশ্ব রাজনীতির ইতিহাসে
ত্যাগের মহিমায় এক উজ্জ্বল নক্ষত্র।
Post a Comment