একটা গল্প লিখব বলে ভাবছি ক'দিন,
গল্প লিখতে লেখা হয়ে যায় কবিতা,
সম্মুখে এসে ভাষা হয়ে যে দাঁড়ায়
দেখি সে বঙ্গবন্ধু প্রিয় জাতির পিতা।
এই যে আমার পরিচয় আমি বাঙালি
শেখ মুজিব ঘিরেই সেথা সকল ছন্দ,
তাকে ছাড়া গল্প কবিতা যায় না লেখা
যতই ভাবি নজরুল রবীন্দ্র জীবনানন্দ।
আমরা স্বাধীন, কথা বলছি স্বাধীনতায়
লিখছি শত গল্প কবিতা বাংলা ভাষায়,
এ যাঁদের দান তাঁরা সকলেই শেখ মুজিব
তাঁর মত করেই দেশ নিয়েছিল আত্মায়।
শুধু বঙ্গবন্ধু যেন একজনই ৭ই মার্চের
শোকাবহ আগস্ট কিংবা মুক্তিযুদ্ধের,
আমরা বঙ্গবন্ধুরই রেখে যাওয়া সন্তান
ভুলি কি করে তাঁর মৃত্যুটা যে কষ্টের।
তবু প্রত্যয় বুকে শোককে ভাঙ্গি শক্তিতে
ধরি লাল সবুজের পতাকা মুষ্টিবদ্ধ হাতে,
জয়বাংলা শ্লোগান মুখে করি ভয়কে জয়
গড়ি স্মার্ট বাংলাদেশ আগামী পৃথিবীতে।
Post a Comment