Header AD

সপ্তিকা চক্রবর্তী'র কবিতা || বঙ্গমাতার স্নেহে ধন্য



জাতির পিতার সাথেই লেখা যাহার জীবন পাতা,

কর্মে তিনি আজ বাঙালির প্রিয় বঙ্গমাতা।

মহান নেতার ছুটে চলা সব ধরনের কাজে,

ইচ্ছে শক্তি ধৈর্য নিয়ে প্রেরনা ছিলেন নিজে।

জীবন পথে পৃথিবীতে সকল কর্মস্থলে,

নারী শক্তি চেতনাতেই পুরুষ এগিয়ে চলে।

প্রিয় ছিল দেশ ও জাতি শেখ মুজিবের চোখে,

সময় কেটেছে বঙ্গমাতার মাতৃস্নেহেতে রেখে।

সব মানুষকে ভালবাসার মূলমন্ত্র দিয়ে,

দেশ গঠনের উৎসাহ যার বাঙালিদের নিয়ে।

বঙ্গমাতার অনুকরণে কাটানো জীবন পাতা,

প্রধানমন্ত্রী শেখ হাসিনা আজকে মানবমাতা।

ধৈর্য দয়া ত্যাগ ও শ্রমে শিখিয়ে চলার বুলি,

রেখে গেলেন বঙ্গমাতা গোলাপের দুই কলি।

Post a Comment

Post a Comment (0)

Previous Post Next Post

ads

Post ADS 1

ads

Post ADS 1