Header AD

জানে আলম মুনশী'র ছড়া || নীরব কান্না




আজকে দিনে সবাই তোমায়

      ভাবছে আপনজন।

তোমার নামে কাব্য লিখে—

       কত শত জন।


তোমার নামের দোহাই দিয়া

    পার পেয়ে যায় যারা

ভয়ানক সেই কালো রাত্রে

      কোথায় ছিল তারা?



দিন দুপুরে মনের ঘরে

    সিঁদ কাটিল যে,

দিনের শেষে বীরের বেশে 

   এগিয় যাচ্ছে সে।


বট বৃক্ষে কুড়াল মেরে—

  পাতায় ঢালছে পানি—

বিপদ দেখলে কি করিবে—

    আমরা তাহা জানি।


দাঁত থাকিতে দাঁতের মর্ম

   বুঝতে কয় জন পারে?

পারলে কি আর এমন করে

       মরতে হতো তাঁরে?


অধিকারের আন্দোলনটা

    করছে জীবন ভর,

ছিল না তাঁর? স্বাধীন দেশে

     বাঁচার অধিকার ।


প্রশ্ন করে লাভ কি বল

     স্বার্থ পরের দল,

এদের মধ্যে পিছন থেকে-

     নাড়ছিল কেউ কল।


নীরব কান্না কাঁদছে মানুষ-

   কোথায় করবে নালিশ,

চোখের জলে বুক ভেসে যায়-

   ভিজে মাথার বালিশ।


এমন মানুষ এই ধরাতে আসবে-

          কি আর ফিরে ?

সোনার মানুষ জন্মেছিল-

          মধুমতির তীরে।

Post a Comment

Post a Comment (0)

Previous Post Next Post

ads

Post ADS 1

ads

Post ADS 1