বঙ্গবন্ধু তোমার আমার
জাতির মহাণ পিতা
বাংলাদেশের স্হপতি আর
বাঙালিদের মিতা ।
নদীর জলে,নৌকা চলে
উজান ভাটির টান
দিকে দিকে যায় শুনিয়ে
একাত্তরের গান ।
ইতিহাসের মহাণ নেতা
স্বাধীনতার রবি
লাল সবুজের পতাকাতে
তারই মুখচ্ছবি !
আজও কাঁদে পাখ পাখালি
গাছের সবুজ পাতা
আকাশ গাঙে লেখা আছে
পিতার স্মৃতিগাঁথা ।
Post a Comment