শ্রাবণ মেঘের উড়াল দেখে
মন মেলেছে পাখা
আকণ্ঠ প্রেম তৃষ্ণা নিয়ে
যায় কি ঘরে থাকা?
জিইয়ে রাখা বহুকালের
চাতক পাখির দাবী
আজকে ছুঁবেই অবাধ্য সেই
জলের নরম নাভী।
জলকুমারীর সিঁথির সিঁদুর
মাখবে ঠোঁটে গায়ে
ছিঁড়বে শিকল এই সমাজের
যা বেঁধেছে পায়ে।
ভাঙবে বুকের প্রস্থে জমা
বিষণ্ণতার বাঁধ
আকাশ থেকে আনবে লুটে
জোসনা ধবল চাঁদ।
মানবে না মন কোনো বাধা
করবে পূরণ সাধ
এবার হবে ভালোবাসার
নিপুণ চাষাবাদ।
Post a Comment