Header AD

জয়বাংলা সাহিত্য সংস্কৃতি পরিষদের আয়োজনে শ্রাবণ সাহিত্য সভায় কবিতাপাঠ, আলোচনা, ছড়াচার্য সিরাজুল ফরিদ স্মরণ ও কবি টিটু বাহারের জন্মদিন পালন করা হয়

 জয়বাংলা সাহিত্য সংস্কৃতি পরিষদের অায়োজনে শ্রাবণ সাহিত্য সভায় কবিতাপাঠ, অালোচনা, ছড়াচার্য সিরাজুল ফরিদ স্মরণ ও কবি টিটু বাহারের জন্মদিন  পালন করা


হয়। সভাপ্রধান ছিলেন বীরমুক্তিযোদ্ধা সাংবাদিক জিন্নাতুল ইসলাম জিন্নাহ। প্রধান অতিথি ছিলেন লেখক-কবি-সংগঠক ও বহুগ্রন্থ প্রণেতা ষৈয়দ মাজহারুল পারভেজ।  বিশেষ অতিথিরা হলেন মুহাম্মদ অাতা উল্লাহ খান গণ অাজাদী লীগের মহাসচিব ও বিদ্রোহী দি নজরুল সেন্টারের অাহবায়ক।। ছড়াকার রমজান মাহমুদ ম্যাজিক লণ্ঠন নির্বাহী সম্পাদক।। রাশেদ হাওলাদার কবি ও রাজনৈতিক ব্যক্তিত্ব।।

সভার শুরুতে সিরাজুল ফরিদের  প্রয়াণে ১মিনিট নিরবতা পালন করা হয় এবং একই সাথে স্মরণ করা হয় অকাল প্রয়াত কবি হানিফ খান, সাঈদ তপু, নায়ক ফারুক হোসেন এবং বীরমুক্তিযোদ্ধা বুলবুল মহালনবীশকে।।কোরান তেলওয়াত করেন কবি অাহমেদ লিটন এবং গীতাপাঠে গোবিন্দলাল সরকার।।


স্বাগত বক্তব্য প্রদান করেন  জয়বাংলা'র সাংগাঠনিক  সম্পাদক কবি টিটু বাহার।।

কথা-কবিতা পাঠে ছিলেন সর্বকবি অামিনুল হক চৌধুরী বখতিয়ার, শাহাদাত জয়, মো দেলোয়ার হোসেন রাতুল, এজাজ সানোয়ার, মো. হাসু কনীর, সেতু পারভেজ, ঈশোর দুলন৷, মিয়া বাবরুল পথকবি, অামির হোসেম চৌধুরী, মোশারফ হোসেন, রাজু অাহমেদ প্রমুখ। অাবৃত্তি করেন কবিএলিজা রহমান অদিতি। 

অনুষ্ঠানে কবি টিটু বাহারের ৪৫তম জন্মদিন কেক সহযোগে উদযাপন করা হয়।

অনুষ্ঠান সার্বিক পরিচালনা ও সঞ্চালনায় এবং সিরাজুল ফরিদের জীবনী পাঠে  কবি ও গবেষক গোবিন্দলাল সরকার, সাধারণ সম্পাদক জয়বাংলা সাহিত্য সংস্কৃতি পরিষদ।

স্থানঃ সংস্কৃতি বিকাশ কেন্দ্র। পরীবাগ। তাং- ২৯ জুলাই, ২০২৩

Post a Comment

Post a Comment (0)

Previous Post Next Post

ads

Post ADS 1

ads

Post ADS 1