Home কবি নাহিদ রোকসানার জন্মদিন byকবিয়াল -July 30, 2023 0 আগামী ৩১ শে জুলাই ২০২৩ ইং তারিখে উদীয়মান বাংলাদেশ এর আয়োজনে পরিবাগ সংস্কৃতি বিকাশ কেন্দ্রে কবি নাহিদ রোকসানার ৫০ বছর সাহিত্য জগতে পদার্পণ ও ৭২তম জন্মদিন উপলক্ষ্যে বিকাল ৪টায় এক অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে। সকলে আমন্ত্রিত।
Post a Comment