২১জুলাই ২০২৩ শুক্রবার সকাল ১০ টায় পিরোজপুর এসবি কমিউনিটি সেন্টারে কবিসংসদ বাংলাদেশ বরিশাল বিভাগীয় ১৫ তম বাংলা সাহিত্য সম্মেলন অনুষ্ঠিত হয় এতে কবি রুদ্র মুহম্মদ জাহিদুল জীবনানন্দ দাশ সাহিত্য পুরষ্কার ও জসীম উদ্দিন সাহিত্য পুরষ্কারে ভূষিত হন। উক্ত অনুষ্ঠানের প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কবি মুস্তফা হাবীব, উদ্বোধন ছড়াকার তৌহিদুল ইসলাম কনক প্রতিষ্ঠাতা সাধারণ সম্পাদক কবিসংসদ বাংলাদেশ।
উক্ত অনুষ্ঠানে বক্তব্য প্রদান করেন কবি অলক মিত্র সাধারণ সম্পাদক কবিসংসদ বাংলাদেশ পিরোজপুর শাখা। বিশেষ আলোচক হিসেবে উপস্থিত ছিলেন কবি লেখক ও গবেষক মু.আলামিন বাকলাই সাধারণ সম্পাদক কবিতাচক্র ঝালকাঠি ও ইউসুফ রেজা। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কবি অরণ্য মজিদ কুষ্টিয়া, কবি কুমকুম কবির কুষ্টিয়া, কবি রুদ্র মুহম্মদ জাহিদুল পটুয়াখালী। অনুষ্ঠানে কবিতা পাঠ করেন কবি আনিসুল রহমান পলাশ সহসভাপতি কবিতাচক্র ঝালকাঠি। কবি সাহজামান চিশতী, কবি মেহেদী হাসান, কবি জিল্লুর রহমান জিল্লু, কবি মো: মুস্তফা কামাল, আবুল কালাম আজাদ, সাংবাদিক সুমন ব্যাপারী, মো: রুমান শিকদার পটুয়াখালী, কবি হৈমন্তী শুক্লা, কবি রিয়াজ হোসেন রিপন, কবি ইয়াসিন মোল্লা প্রমুখ।
অনুষ্ঠানের দ্বিতীয় পর্বে সাহিত্য এবং সাংবাদিকতায় অবদান রাখায় সাহিত্য পুরষ্কার প্রদান করা হয়। এতে কবি জীবনানন্দ দাশ সাহিত্য পুরষ্কার লাভ করেন কবি অরণ্য মজিদ, কবি আনিসুর রহমান পলাশ,কবি কুমকুম কবির, কবি জিল্লুর রহমান জিল্লু,কবি আবুল কালাম আজাদ, কবি মুস্তফা কামাল, কবি শুক্লা ওঝা।
কামিনী রায় সাহিত্য পুরষ্কার লাভ করেন কবি লেখক ও গবেষক আলামিন বাকলাই।কবি আহসান হাবীব পুরষ্কার লাভ করেন কবি মুস্তফা হাবীব,কবি অলক মিত্র। সাংবাদিকতায় পুরষ্কার লাভ করেন শিল্পী ও সাংবাদিক সুমন ব্যাপারী।
Post a Comment