Header AD

মুহাম্মদ মনিরুজ্জামান এর কবিতা ||শালিকের ঠোঁটে সময়




অভিমান নয়, অভিযোগে যত

ছিলো সহজাত আমার ভয়

ভালোবাসি বলে, নিয়েছি মেনে

ওখানে নিরব স্বেচ্ছায় পরাজয়


শাস্তি পেয়েছি যতবার যেভাবে

সাক্ষ্যপ্রমাণহীন

শুনোনি হৃদয়ে বেজেছে কেমন

বেদনার ভায়োলিন 


তবুও এসেছি বহুদূর পথ হেঁটে

শান্তি খুঁজেছি জলে ও জঙ্গলে

প্রেমিক বলেই ভুল হিসেবে

শূন্য পেয়েছি প্রাপ্তির যোগফলে


অনেক ইচ্ছে খুন করেছি রোজ

আলেয়ার পিছে ছুটে ছুটে

আমার আমিকে চিনেছি যখন

সময় তখন দূরগামী শালিকের ঠোঁটে 

২১-০৭-২০২৩

Post a Comment

Post a Comment (0)

Previous Post Next Post

ads

Post ADS 1

ads

Post ADS 1