আজব কথার কাহিনী
শুনতে যদি চাও,
রাস্তার পাশের আম বাগানের মাঝখানে যাও,
সেথায় আছে আজগুবি গ্রাম।
গ্রামটির মানুষ কথা বলে
গাছপালা নরেচরে,
জ্বীন পরী নেচে গেয়ে গান করে
মানুষ দেখে আনন্দে মন ভরে,
সেই গ্রামটির নামই ভাই আজগুবি গ্রাম ।
আজগুবি গ্রামের কথা
বলতে গেলে শেষ নাই,
সেথায় জলে থাকে বাগ
আশেপাশে মানুষ দেখলে
সিংহ বলে চুপচাপ থাক।
Post a Comment