Header AD

সেলিম কাজি'র কবিতা || বঙ্গবন্ধু




আগস্ট এলে শুধু তোমাকে মনে পরে

শুধু তোমাকে মনে পরে, শুধু তোমাকে মনে পরে ।

না না না শুধু তোমাকে দেখতে ইচ্ছা করে

শুধু তোমাকে দেখতে ইচ্ছা করে, তোমাকে দেখতে ইচ্ছা করে।

তুমি যদি আবার আসিতে সবুজ ঘেড়া বাংলার মাটিতে

তোমাকে দেখতে ইচ্ছা করে, তোমাকে দেখতে ইচ্ছা করে ।


আগস্ট এলে গ্রহের কোটি কোটি মানুষ চোখের আড়াল হয়ে যায়

চোখের পর্দায় শুধু তোমাকে দেখি শুধু তোমাকে দেখি ।

আগস্ট এলে শুধু ১৫ই আগস্ট-ই শোকের নয়

পুরা মাস স্তব্দ হয়ে যায়, আকাশ বাতাস তরুলতা ।

তুমি শুধু বাংলার নয়, বিশ্ব মানব জাতির হৃদয়

কণ্ঠে গাহিয়া গাহিয়া রাখিয়া গিয়াছ কদম ফুলের মালা ।


১৫ই আগস্ট এত লাশ এত লাশ এত লাশ

মানুষ জিনপরী নয় সৃষ্টি কর্তাও নির্বাক হয়ে যায়,

আড়শ কেঁপেই উঠিয়া ছিল ।

পাখিরা নীড়ে গোয়াল হতে গরু মহিষ বাহির হলো না

পর্দাপন পরিল না মাঠে ঘাটে কৃষান কর্ষানীর ।


মিনারে উঠিয়া মোয়াজ্জিন আজান ফুকিয়া দাঁড়িয়া রহিল,

ভোর হচ্ছে না চারিদিকে আধার ঘনিয়া আসিল ।

আবার যেন রাত শুরু হল পৃথিবী ঘুমিয়া পড়িল

চন্দ্র সূর্য ঘোমটা মুখে দিয়ে ফিরিয়া রহিল অন্য দিকে ।

১৫ই আগস্ট শোকের দিনে উল্লাসে ফেঁটে পড়ল হায়নার দল

ওরা জানেনা ওরা জানেনা ইতিহাস কোনদিন শেষ করা যায়না।


বঙ্গবন্ধুরা কোন দিন মরেনা বার বার ফিরে আসে

জ্যোৎস্না রাতে তোমাকে দেখা যায় নীল আকাশের তারার সাথে ।

চাঁদের কনারা ললাটে হতে দিয়ে আকাশের দিকে তাকিয়ে থাকে

আবার যদি ফিরে আসতো বাংলার মাটিতে ।

পাজামা-পাঞ্জাবী কালো কোট কালো জুতা পরে,

সাথে যদি নিয়ে আসত ফজিলাতুন নেছা মুজিব

কামাল জামাল রাসেলের হাত ধরে ।

Post a Comment

Post a Comment (0)

Previous Post Next Post

ads

Post ADS 1

ads

Post ADS 1