Header AD

বর্ষাবরণ ও ঈদ উত্তর পুনর্মিলনী নিয়ে ঐতিহ্যবাহী সংগঠন ঐক্যতানের এবারের মাসিক আড্ডা ভাবগাম্ভীর্যের সঙ্গে অনুষ্ঠিত হল



শনিবার (২২ জুলাই) সন্ধ্যায় ঢাকার বারিধারার ডিওএইচএস নিজস্ব কার্যালয়ে ঐক্যতান বর্ষার আড্ডা ও ঈদ পুনর্মিলনীর আয়োজন করে। বাংলাদেশ টেলিভিশন শিল্পী গাঙচিল কেন্দ্রীয় কমিটির কো-চেয়ারম্যান এবং ঐকতানের সংগঠক ও এডমিন কবি মেজর (অবঃ) পলক রহমানের সভাপতিত্বে প্রধান অতিথি ছিলেন বাংলাদেশ জুডিশিয়াল এডমিনিস্ট্রেশন ট্রেনিং ইনস্টিটিউটের মহা পরিচালক নাজমুন আরা সুলতানা।


মূল বক্তা ছিলেন গাঙচিল কেন্দ্রীয় কমিটির মহাসচিব বাংলাদেশ বিমান বাহিনীর গ্রুপ ক্যাপ্টেন (অবঃ) কবি ড. ইদ্রিস আলী।


অনুষ্ঠানে আলোচনা, কবিতা পাঠপর্ব ও বর্ষার গানে গানে অংশ নেন গাঙচিল উত্তরা শাখার সভাপতি এডিশনাল পুলিশ কমিশনার (অবঃ) ও কবি এটিএম ফারুক আহমেদ, গ্লোবাল ইন্সুইরেন্স কোম্পানীর সাবেক চেয়ারম্যান সৈয়দ বদরুল আলম, ভারতীয় এম্বেসীর ইফফাত রূপা জামান, শিল্পী সৈয়দ আলম, শিল্পী সোহেল, শিল্পী সূচিতা রাণী কুণ্ডু, শিল্পী সীমা শাহীনা সুলতানা, শিল্পী ইমরুল বাবু, বাচিক শিল্পী আদিবা, শিল্পী হেলাল, শিল্পী হাবিবুর রহমান, শিল্পী ইমাম হাসান প্রমুখ।


বর্ষার মধুর গানের মুর্চ্ছনায় সন্ধ্যার পরিবেশ আনন্দময় হয়ে ওঠে। হারমোনিয়াম ও গীটারের সুরে সুরে উজ্জীবিত হয়ে ওঠে সন্ধ্যার আবেগময়তা। ঐকতানের বিশিষ্ট অপর এডমিন লেখিকা ও কণ্ঠশিল্পী লিজি আহমেদের পরিকল্পনা, পরিবেশনা ও নিজ হাতে বিভিন্ন খাওয়ার দ্বারা আপ্যায়নের মাধ্যমে অনুষ্ঠনটি আরও উপভোগ্য হয়ে উঠে। লিজি আহমেদের কন্ঠে পুরোনো দিনের আধুনিক গান ও পরবর্তীতে তার আন্তরিক আতিথেয়তা সকলকে অভিভূত করে।


অনুষ্ঠানে গাঙচিল টিভির প্রতিষ্ঠাতা মুক্তিযুদ্ধের চলচ্চিত্র পরিচালক অধ্যক্ষ খান আখতার হোসেনের ভরাট কন্ঠের কবিতা ও দরাজ গলার ভাঙ্গা ভাঙ্গা গান সকলকে আনন্দ দেয়। ফেসবুক লাইভ কাভারেজের মাধ্যমে সবার পরিবেশনা এবং স্বতঃস্ফূর্ত অংশগ্রহণে জীবন্ত হয়ে ওঠে অনুষ্ঠানের প্রতিটি মুহুর্ত।

Post a Comment

Post a Comment (0)

Previous Post Next Post

ads

Post ADS 1

ads

Post ADS 1