Header AD

ম্যাপ কালচারাল একাডেমি'র গীটার ও কবিতা আবৃত্তি বিভাগের প্রশিক্ষণার্থীদের মধ্যে সনদপত্র

 ২২/০৭/২০২৩ ইং তারিখ ম্যাপ কালচারাল একাডেমি'র গীটার ও কবিতা আবৃত্তি বিভাগের প্রশিক্ষণার্থীদের মধ্যে সনদপত্র

 প্রদান ও আবৃত্তি অনুষ্ঠানের অতিথি ছিলেন বিশিষ্ট সংগীত পরিচালক ও সুরকার মোঃ শাহনেওয়াজ ,

বীর মুক্তিযোদ্ধা অনামিকা নেওয়াজ, বিশিষ্ট সাংবাদিক ও ব্যাংকার দানিয়েল আওরঙ্গজেব ৷ অনুষ্ঠানের চমৎকার উপস্হাপনায় ছিল নিশাত জাহান লাবণ্য ও ম্যাহজাবিন জামান জারা ৷ অনুষ্ঠানের শুরুতে স্বাগত বক্তব্য দেন ম্যাপ এর আবৃত্তি বিভাগের প্রশিক্ষক সাগর সাহা  শুভেচ্ছা বক্তব্য দেন ও গীটার প্রশিক্ষক স্বাধীন নেওয়াজ এবং অ


নুষ্ঠানের সভাপতিত্ব   করেন ম্যাপ এর সভাপতি

 প্রসপারিনা সরকার ৷ অনুষ্ঠানে  দ্বিতীয় পর্বে সনদপত্র প্রদান এবং একঝাক আবৃত্তি বিভাগের

 ছাত্র ছাত্রীদের অসাধারণ সুন্দর  কবিতার 

আবৃত্তি দিয়ে অনুষ্ঠানের সমাপ্ত হয় ৷

Post a Comment

Post a Comment (0)

Previous Post Next Post

ads

Post ADS 1

ads

Post ADS 1