আমার আছে জাতির পিতা
দেশ জুড়ে যার রক্ত
ফুলের মতো সুবাস ছড়ায়
আমি যে তার
ভীষণরকম ভক্ত।
দেশমাতাকে তারচে ভালো
কে বেসেছে আর
তিনি ছিলেন বন্ধু সকল
নিস্ব জনতার।
তার দুহিতা ডাকলে ঘরে
ক্যামনে থাকি বন্দী
ধরবো তাদের করছে যারা
দেশ বিকানোর ফন্দি।
মারছে যারা কালো থাবা
বাংলাদেশের অর্জনে
রুখতে তাদের জাগতে হবে
বাঘের মতো গর্জনে।
হই হই হই আওয়াজ তুলে
তোরাও সবাই জাগ
বল জোরে বল দেশদ্রোহীরা
এদেশ ছেড়ে ভাগ।
দেশ পেয়েছি যুদ্ধ করে
বাড়িস যদি বাড়
আর দেবো না ছাড়
আবার যদি বাড়াস নখর
মটকে দেবো ঘাড়
দেখ চেয়ে ওই তর্জনিটা
আজও ছড়ায়
সাহস চমৎকার।
১৮-০৭-২০২৩
Post a Comment