ন্যায় অন্যায়ের বিচার আসলে কে করবেন?
কারো কাছে আমার গায়ের রঙ কালো কুৎসিত
কেউ বলবেন প্লিজ ও ভাগ্যহীনা।
এই ন্যায় ও অন্যায়ের মাঝখানে কি
কাউকে জড়িয়ে ধরে অন্য কাউকে চিন্তা করা
সেটা অন্যায় হবে না?তাহলে যে কাছে আছেন
তারপরও অন্য কেউ খেয়ালে কীভাবে আসে
চুরির সাজা যদি হয়, হৃদয় ভাঙ্গার সাজাও চাই।
ঘুরপাক হৃদয়ের এর জন্য নারীদের
নিশ্চিত মৃত্যুর কারণ সাজার শাস্তি চাই।
ন্যায় অন্যায়ের প্রতিবাদ আসলে কে
করবেন। আমাদের সমাজ।
Post a Comment